প্রিয় নবীর দেখা চাই
ইব্রাহিম হোসেন  

নূর নবী ধ্যানের ছবি
আমার জানের জান,
স্বপ্নে তাঁকে দেখার তরে
কাঁদে আমার প্রাণ।

আল্লাহ তোমার কাছে আমি
বিনয় করে যাই,
বিশ্ব নবীর দেখা ভবে
স্বপ্নে যেনো পাই।

মৃত্যু আমি চাই না কভু
নবী দেখার আগ,
যাঁর মনেতে ছিলো না যে
একটু খানি রাগ।

সারাজীবন কষ্ট করে
দ্বীন প্রচারে তাই,
দৃশ্য চোখের আড়াল হলেন
নবী মরেন নাই।

উম্মতেরি তরে তিনি
সদাই কেঁদে যান,
পড়লে দরুদ তাঁর নামেতে
ঘ্রাণটা তিনি পান।

এমন নবীর দেখা আমি
মৃত্যুর আগে চাই,
ত্রিভুবনে যার কোনো যে
নাই তুলনা নাই।