রূপসী পল্লী
মোঃ ইব্রাহিম হোসেন


আমাদের পল্লীগ্রাম অপরূপ সাজ,
ঠিক যেন বিধাতার দেওয়া এক নাজ।
এক ধাপ এগোলেই পাশে ওই নদ,
ঝর্ণা ঝরে নদী বয় পূর্ণ হয় হ্রদ।


সাদা সাদা কাশবন পদ্মা নদী পার,
মাঝিমাল্লা গান গায় তার দুই ধার।
বৈশাখেতে চর পড়ে বালি চিকচিক,
দেখে লাগে মরুভূমি যেন চারিদিক।


পল্লী গাঁয়ে মাঠে-ঘাটে চাষী করে চাষ,
এইভাবে কেটে যায় তার বারো মাস।
নবান্নের উৎসবে যে উঠে ঘরে ধান,
তখন-ই কৃষকেরা পায় ফিরে প্রাণ।


পাখিদের কলরব বাগে ফোটে ফুল, 
মুগ্ধ হয়ে পল্লী রানী করে কত ভুল!
কোকিলের কণ্ঠে শুনি সুমধুর সুর,
সন্ধ্যাবেলা ডাকে মা'য়ে থেকো নাকো দূর।


অবাক নয়নে দেখি চেয়ে পল্লী রূপ,
রূপসীর রূপ দেখে হয়ে যাই চুপ।
রাঙা গোধূলির রঙ সূর্য দেয় ডুব,
একাকী লাগে যে মন ডর ধরে খুব।