সাবধান
মোঃ ইব্রাহিম হোসেন


দ্বীনের পথে বিরোধ মতে
দিচ্ছো যারা বাধা,
নিজের পাপে মরবে ধুঁকে
লাগবে দিলে কাদা।


হক বাতিলে নানান ছলে
মিথ্যাতে রও অটল,
রঙ্গ খেলায় শেষের বেলায়
ফাটবে তোমার পটল।


বন্দুক হাতে দিবস রাতে
দীনের প্রতি ঝুঁকে,
কোন সাহসে বীরের বেশে
মারছো গুলি বুকে ?


মিথ্যা রাগে বিবেক ত্যাগে
সিদ্ধি করো স্বার্থ,
সময় হলে পদতলে
জন্ম তব ব্যর্থ।


জনম ভরে চোখের নীরে
জীবন যাবে ভেসে,
কী আর হবে দুঃখ রবে
বুঝবে গো ভুল শেষে।


আঁখির জলে নদীর তলে
বিলীন হবে দেখো,
অমোঘ বাণী ঝরবে পানি
মনের খাতায় রেখো।


রচনাকালঃ ২৪-০৭-২০২২, রবিবার ১১ঃ৪০ এ এম।