সাহিত্য হরণ
ইব্রাহিম হোসেন
স্বরবৃত্ত ছন্দ: (৪+৪+২)
অন্তমিল: কখ,কখ


কাব্য লেখা এতো সহজ নয়'রে,
লেখতে গেলে মাথার মগজ ক্ষয়'রে।
কষ্টে লেখা তবু হয়'রে চুরি,
চুরি মানে কবির গলে ছুরি।


নয় তো এরা কবি ভণ্ড কবি,
নিজকে বলে তারা উদয় রবি।
কবির কলম চলে সত্য পথে,
মিথ্যায় লাথি মারে যথা-তথে।


কাব্য কারো কভু চুরি করে,
তাতে কিগো বলো মগজ ভরে?
মাথায় পড়ে অপবাদের ডালি,
সামনে পিছন থেকে দেয় যে গালি।


চুরির পেশা কেনো সাচ্চা বান্দা?
নিজ মেধাতে গড়ো ছাড়ো ধান্দা।
সফলতা তুমি চাও গো যদি,
পরিশ্রমে থাকো নির'বধি।


সাহিত্যকে আর করো না নষ্ট,
আর দিও না কারো মনে কষ্ট।
সত্যে গড়লে জীবন তোমার ধন্য,
সবার কাছে হবে ভবে গণ্য।
===================


প্রভুর আদেশ
ইব্রাহিম হোসেন


সত্য পথে জীবন তোমার
গড়তে যদি পারো,
জীবন নামের ফুলদানিতে
ফুটবে গোলাপ আরো।


মনের গ্লানি দূর করে ভাই
আত্মা শুদ্ধ করো,
নামাজ কালাম,হাদিস কোরআন
আঁকড়ে বুকে ধরো।


অসত্যের ওই রাজত্বটা
ছেড়ে দ্বীনে আসো,
আল্লাহ রাসুল মেনে সবে
দ্বীনকে ভালো'বাসো।


দুই দিনের এই দুনিয়াটা
চিরদিনের নহে,
নদীর স্রোতের মতোই জেনো
জীবন নদী বহে।


অল্প দিনের অল্প আয়ু
আর থেকো না মোহে,
প্রভুর আদেশ মান্য করে
জাগ্রত হও দ্রোহে।
=============