সাহসেই জয়
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৯-০৬-২০২৩ ইং


আঁধার রাতে চন্দ্র হাসে
তিমির হলে কীসের ভয়?
ডাণ্ডা হাতে মুষ্টি ধরে
অন্ধকারে চলতে হয়।


একটু পরেই উঠবে যে চাঁদ
ভরবে আলোয় জগতময়,
আঁধার দূরে দীপ্ত শিখা
জ্বলবে আলোর হবেই জয়।


সূর্য হাসে মেঘ-আড়ালে  
ভয় কোনো তোর মনের মাঝ?
ঝড়ের পরেই শীতল হাওয়া
এই তো মহান প্রভুর নাজ।


দুখের পরে সুখের দেখা
আল্লাহ তা'লার দু’টোই দান,
ধৈর্য ধরে রবকে স্মরে
চললে পায় তার প্রতিদান।


আসলে বিপদ সাহস বুকে
বাঁধতে হবে বুকের বল,
সফলতা আসবে তবেই
মুছতে হবে চোখের জল।