সঙ্গম
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৭-০৯-২০২২, শনিবার।


বউ স্বামী বিধাতার আজ্ঞাতে মিল,
কবুলে কবুল বলে এক হয় দিল।
রক্ততে রক্তের সঞ্চালনেই ,
বর কনে উভয়ের তান্ডব সেই।


অধরে অধর মিশে কাঁপে দু'টি ঠোঁট,
অঙ্গে অঙ্গে হয় মৃদু মৃদু চোট।
স্বর্গীয় সুখ যেন এসে দেয় ধরা,
মানে না বারণ কোনো চটপট ত্বরা।


শিশ্ন স্বামীর ওই পয়োধর ছোঁয়া,
অবশের এই ক্ষণ দু'জনের দোয়া।
খুব টান টান ভাব জাগে শিহরণ,
জোড়া মন জোড়া তন করে আহরণ।


সহবাস সঙ্গমে পৃথিবীর কাঁপ,
ব্রীড়ার তবুও এই শমগুণ ফাঁপ।
দু'জনের শৃঙ্গারে অগ্নির জেদ,
উষ্ণতা গহ্বরে লিঙ্গের বেধ।


রন্ধ্রে রন্ধ্রে শোর ঝাঁকুনির রণ,
স্খলন এ বীর্যের গর্ভে ধারণ।
নর নারী শেষমেশ হয়ে যায় চুপ,
ভ্রুণ থেকে প্রাণ পায় ধীরে ধীরে রূপ।


এমনি খেলার মাঠ সৃষ্টি জগৎ,
মহীয়ান মহীয়সী পরতে পরত।
রব লীলা এ ভুবন যুদ্ধের মাঠ,
কোরআন,গীতা,বেদ ধর্মীয় পাঠ।