সরল পথ  
ইব্রাহিম হোসেন  

সত্য পথে যদি পারো
গড়তে তোমার জীবন,
সেটাই তোমার সর্ব-কালের
সর্ব-শ্রেষ্ঠ শিখন।

মিথ্যা যদি বলো তবে
করবে সবাই হেলা,
অবজ্ঞাতে কেটে যাবে
তোমার সারা বেলা।

মিথ্যাবাদী শত্রু ভবে
শত্রু  খোদার চোখে,
স্বার্থটাকে সিদ্ধি করে
থাকে নিজের রোখে।

সত্য দিবে মুক্তি তোমায়
মিথ্যা বিষের কাঁটা,
নরক অনল পোড়ায় পোড়ায়
করবে দেহো ভাটা।

আল্লাহ্ রাসূল তুষ্ট থাকেন
সত্য সরল পথে,
জান্নাত যেতে পারবে তুমি
বোরাক নামের রথে।