শবে কদর
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২২-০৩-২০২৪ ইং


রোজার বিদায় ক্ষণে কদর এসেছে,
মু'মিনের সুসংবাদে এ মন হেসেছে।
আল্লাহ যে দয়াবান কত তাঁর মায়া!
বিশটি রোজার পরে নাজাতের ছায়া।


এসো সবে মিলে আজ কোরআন পড়ি,
নামাজ কালাম আর দুরুদ ও ধরি।
রোজার শেষের দশ বিজোড়ের রাতে,
পাপা মোচনের তর থাকি মোনাজাতে।


হাজার মাসের থেকে সেরা এই রাত,
পাপাচার বান্দা মোরা তুলি দু'টি হাত।
সারাটাজীবন পাপ করেছি হে রব!
জীবনের গুনাখাতা মাফ করো সব।


পরম করুণাময় অসীম অপার,
তুমি তো মহান প্রভু মুক্তির আধার।
কদরের রাতে করো আমাদের মাফ,
হৃদয়ের কলুষতা করে দাও সাফ।


তোমার দ্বীনের 'পরে থাকি যেনো রোজ,
হারাম বাছাই করে হালালের ভোজ।
মউতের কালে দিও কালিমার বাণী,
বুক ভেসে যায় দেখো দু'চোখের পানি।


আমরা এতিম আর অসহায় খুব,
পাপের সাগর মাঝে দিয়েছে যে ডুব!
তোমার দয়া বিহীন উপায় তো নাই,
ওগো রহমান মোরা তব দয়া চাই!


আমিন আমিন ইয়া রাব্বুল আলামিন!
পরকালে নাজাতের চাই যে জামিন।
মোদের কবুল করো ওগো পরওয়ার!
হাশরের মাঠে দিও তোমার দিদার।