(১)

স্বাধীনতার জয়
মোঃ ইব্রাহিম হোসেন

একাত্তরে হানা দিলো
পাকবাহিনীর দল,
সোনার বাংলা করতে দখল
করলো নানান ছল।

শেখ মুজিবুর বন্দী হলো
পাকিস্তানির জেল,
গণহত্যা নারী ধর্ষণ
নির্মমতার খেল।

বাংলা হলো রক্তাক্তে লাল
রক্ত বন্যার ঢল,
শোকের ছায়ায় এদেশ কাতর
দু'চোখ ভরা জল।

তরুণ যুবক দামাল ছেলে
বাঁধলো বুকে বল,
বাঁচতে হলে করতে লড়াই
রণাঙ্গনে চল্ ।

দীর্ঘ ন'মাস যুদ্ধ করে
লক্ষ প্রাণের ক্ষয় ,
বীর বাঙ্গালী আনলো ছিনায়
স্বাধীনতার জয়।


(২)

স্বাধীনতার পর
মোঃ ইব্রাহিম হোসেন

লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতা পেলাম,
প্রভুর দয়ায় জয় ছিনিয়ে আবার ফিরে এলাম।
চোখের পানি মুছে ফেলো দেশ জনতা বলি,
মাতৃভূমির জয় হয়েছে শত্রু পায়ে ডলি।

নিপাত হলো হায়েনার দল পাকবাহিনী বৈরী,
দেশ বাঁচাতে বীর সাহসী আমরা ছিলাম তৈরী।
নাই কোনো ভয় আর কখনো দেশবাসী সব ধন্য,
হাজার কোটি শোকর গুজার স্বাধীনতার জন্য।

স্বাধীনতা পেলাম আজি উড়াও বিজয় নিশান,
দেশের যত তাঁতি কুমোর দিনমজুরি কৃষাণ।
আজকে মহা খুশির দিনে কান্না ভুলে হাসি,
সুখে দুখে আমরা সবাই সবার পাশেই আসি।

নয় ন'টি মাস যুদ্ধ করে এ দেশের মান রাখি,
ফলবে ফসল ফুটবে কলি উড়বে নীলে পাখি।
পূব আকাশে উঠবে জেগে দীপ্তিমান এক রবি,
আঁকবো মনে মানচিত্র এই বাংলাদেশের ছবি।

লাল সবুজের ওই পতাকা উড়বে আকাশ নীলে,
গাইবে কোকিল শালিক গাছে শাপলা পুকুর বিলে।
সন্তানহারা সেই মায়েরও ফুটবে হাসি মুখে,
আমজনতা স্বাধীনতায় থাকবে মহা সুখে।