শহিদ খোকা
মোঃ ইব্রাহিম হোসেন


বঙ্গভূমির বঙ্গ ছেলে
চোখে হাজার স্বপ্ন মেলে
দিচ্ছে নায়ে পাড়ি,
বঙ্গ মাতার আশীষ নিয়ে
মায়ের পায়ে চুমু দিয়ে
ফিরবে আবার বাড়ি।


তরণ সাথে দৃঢ় পণে
দেশ বিজয়ে যাচ্ছে রণে
নামটি প্রভুর স্মরণ,
বিজটাকে ছিনায় নিবে
স্বাধীনতার সুখটা দিবে
হলেও পথে মরণ।


যুদ্ধ হলো খোকার সাথে
রক্ত ক্ষয়ে দিনে রাতে
বৈরী নিপাত শেষে,
বিজয় হলো এ দেশ আমার
পথো চেয়ে বঙ্গ গামার
ফিরলো না আর দেশে।


শহিদ হলো দেশের তরে
স্বাধীনতার সুখ যে ঘরে
খোকা দিলো ফাঁকি,
আসলো না সে আসবো বলে
না ফেরার দেশ গেলো চলে
জীবনবাজি রাখি।