শালি ও দুলাভাই
ইব্রাহিম হোসেন
স্বরবৃত্ত ছন্দ ৪+৪+৪+৪+৪+১

জ্যৈষ্ঠ মাসে জামাই বাবু
নাম হলো তার ক্ষ্যাপা হাবু
শ্বশুর বাড়ি যায়,
শালির তরে কাঁচের চুড়ি
মাথায় নিয়ে আমের ঝুড়ি
ডাকছে শালি আয়।

অমনি শালি দৌড়ে গিয়ে
বালতি ভরা পানি নিয়ে
দিলো ঢেলে গায়,
আমের ঝুড়ি মাথায় করে
জামাই বাবু  পিছলে পড়ে
কাপড় খুলে যায়।

শ্বশুর মশাই তাড়াতাড়ি
ডাক্তার ডেকে আনে বাড়ি
কি যেনো কি নাই?
শ্বাশুড়ি ও শ্বশুর কাঁদে
রাঙা শালি পড়ে ফাঁদে
কাঁদে দুলা'ভাই।

বংশের আমি বড়ো জামাই
কেমন করে করবো কামাই
তোর আপুকে বল,
থাকতে যদি রাজি না হয়
করবো তো বিয়ে যা হয়
আমার সাথে চল্।
==========

আমার দেশের ফল
ইব্রাহিম হোসেন
মাত্রাবৃত্ত ৫+৫+৫+২

গাছের ফলে ভরা আমার
প্রিয় বাংলা'দেশ,
এ গুণগান গেয়ে কখনো
যায় না করা শেষ।

আমের বাগে মুকুল সাজে
ফুল বাগানে ফুল,
টক  মিষ্টি স্বাদের সেরা
বরই গাছে কুল।

আমড়া,আতা,কলা,কাঁঠাল
বেল গাছের বেল,
দেশ দরদী খাঁটি চাষির
ভোগ বিলাসী খেল।

তরমুজ ও আনারসের
মিষ্টি স্বাদে রস,
ডাবের মাঝে তরল পানি
টমেটোরই সস।

মিষ্টি আলু,জাম,পেয়ারা
খেতে বড়োই স্বাদ,
আমার দেশে মাটির ফলে
না আছে ভাই খাদ।
==========