স্বামীর জ্বালা
মোঃ ইব্রাহিম হোসেন

আর যে কত দিবে শত
ব্যথা যত পারো,
না সই আমি দাওনা স্বামী
দিবস যামী আরো।

যাচ্ছি ছাড়ি বাপের বাড়ি
কাড়া-কাড়ি কেনো ?
দাওনি শাড়ি কিনে গাড়ি
সবই হারি যেনো।

নেইকো অভাব তোমার স্বভাব
সাজো নবাব তুমি,
বুঝো নাকো মিছে ডাকো
স্বপ্ন আঁকো চুমি।

এই তো স্বামী অনেক দামি
রঙ্গ কামি ছেলে,
আমায় ভুলে কোন্ সে কূলে
মারো হুলে ফেলে।

এত জ্বালা দেহ কালা
নও তো ভালা তব,
নইতো সুখে আছি দুখে
কিবা মুখে কব ?