শান্তির পয়গাম
ইব্রাহিম হোসেন 

দ্বীনের নবী জন্ম নিলেন
মা আমিনার কোলে,
আকাশ বাতাস চাঁদ তারা সব
মন হরষে দোলে।

ঐ পাখিরা গান গেয়ে যায়
মোহাম্মাদ নাম বলে,
প্রিয় নবীর অসিলাতে
আঁধার যাবে চলে।

নারী হত্যা খুন খারাবি
নিত্য কাজই যতো ,
আগমনে নবীর ভবে
বিদায় নিবে শতো।

আর হবে না ব্যভিচার ঐ
মক্কা আরব দেশে,
ধরাধামে দূর হবে সব
নবীর প্রেমা'বেশে।

শান্তি আবার আসবে ফিরে
সব মানুষের মনে,
অত্যাচারীর দুঃশাসন আর
থাকবে নাকো সনে।

জাহেলিয়াত দূরিভূতে 
আসবে কাফের দ্বীনে,
কেউ হবে না দয়ার সাগর
নূর নবীজি বিনে।

শান্তি বার্তা পয়গাম নিয়ে
এলেন নবী ভবে,
নবীর নূরে আলোক ভুবন
দুনিয়াটা যে হবে।

ধরাধামে শান্তি এলো
বিশ্ব নবীর তরে,
দ্বীনের আলো জ্বললো সকল
মুমিন ঘরে ঘরে।