স্বর্গে ফোটা ফুল
ইব্রাহিম হোসেন


জন্ম নিয়ে ধরার মাঝে
সবই পেলে ভাই,
যাবার কালে শূন্য হাতে
কবর হবে ঠাঁই।


বিধির দেওয়া বিধান মেনে
চলতে হবে তাই,
নইলে পরে পরকালের
স্বর্গ পাবে নাই।


রাসূল চিনে দ্বীনের কামে
অটল থাকা চাই,
খুশি রবেন সৃষ্টিকারী
ভব-মালিক সাঁই।


অহংকারী অত্যাচারী
জীবন সুখী নয়,
সেই জীবনে অভিশাপের
ডালি বহন হয়।


দাম্ভিকতা নাস্তিকতা
জীবন নাশে মূল,
সত্যপথে চললে পাবে
স্বর্গে ফোটা ফুল।