শেখ মুজিবের প্রাণ হানি
মোঃ ইব্রাহিম হোসেন


টুঙ্গিপাড়ার গোপালগঞ্জে শেখ মুজিবুর তুমি,


জন্ম নিয়ে গড়লে জীবন ধন্য দেশের ভূমি।


লালন পালন যত্নে গড়ন মা সায়েরার কোলে,


সেই স্মৃতিটা চিত্তে ধারণ আমজনতা দোলে।


জানতো কি কেউ এমন ছেলে মায়ের কোলে হ'বে ?


দেশের তরে জীবন দিয়ে অবিনশ্বর র'বে।


স্বৈরাচারী পাকবাহিনীর অত্যাচারের ফলে,


সোনার বাংলার ভাসছিলো সব রক্ত বন্যার ঢলে।


বন্দি মুজিব দেন ঘোষণা পাকিস্তানির জেলে,


লড়াই করে এ দেশ বাঁচাও বঙ্গ দামাল ছেলে।


তাঁর আদেশে ঝাঁপিয়ে পড়ে বীর বাঙালি রণে,


যুদ্ধ করে বীরের বেশে হায়েনাদের সনে।


দীর্ঘ ন'মাস যুদ্ধ করে শেষে বিজয় আসে,


রক্ত ক্ষরণ সম্ভ্রম হরণ তবু তারা হাসে।


হাসির কারণ দুঃখ বরণ বক্ষে জমাট রক্ত,


স্বাধীন এ দেশ বাঙালি বীর নয় জালিমের ভক্ত।


এই অবদান শেখ মুজিবের বিশ্ববাসী জানে,


শ্রদ্ধাতে ও সম্মানে সব মহান নেতা মানে।


সৎ সাহসের বাণীটা তাঁর বজ্রকণ্ঠের ধ্বনি,


দেশদরদী জননেতার তাই কপালে শনি।


একাত্তরে বিজয় আনেন মহান নেতা গুরু,


পঁচাত্তরে হত্যা করার গোপন কৌশল শুরু।


চৌদ্দই আগস্ট দিন গত রাত শত্রু আঘাত হানে,


শেখ মুজিবের প্রাণ হানি হয় স্বাধীনতার দানে।