এক্রোস্টিক কবিতা
শেখ মুজিবুর রহমান
মোঃ ইব্রাহিম হোসেন
গোদাগাড়ী, রাজশাহী


শেষ হলো এক প্রাণ এই ধরাধাম,
খবরের পাতা দেখি মুজিবুর নাম।
মুখ তার অতি প্রিয় মৃদু হাসি মুখ,
জীবনের বলিদানে দিয়ে গেলো সুখ।
বুলি ছিলো কত ভালো ভোলা নাহি যায়,
রক্তের'ই স্রোতধারা সাগরে মিলায়।
রুধির ক্ষরণ বহে দেশ-মাটি লাল,
হরহামেশা শত্রুরা করে কত চাল!
মান পায় ক্ষয় নাই সব হৃদে ঠাঁই,
নাম শেখ মুজিবুর তুলনা যে নাই।