শেষ জানাজা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৪-০১-২০২৪ ইং


ছোট্ট আমি অবুঝ ছেলে মাদ্রাসা না যেতাম,
সারাবেলা খেলাধুলা কী আনন্দ পেতাম!
দুষ্টু ছিলাম কিশোর বেলায় পাঠ্যপুস্তক পড়ায়,
চিন্তিত মা কে পড়াবে তাঁর জানাজা ধরায়?


কে করাবে গোসল তাঁরে কে পরাবে কাফন,
কাঁধে বহন করে কেবা করবে তাঁরে দাফন?
দুঃখ করে বললো মা'য়ে এ প্রাণ চলে যাবে,
মরণ পরে আমার দেহ কুকুর শিয়াল খাবে।


থাকবে না কেউ দোয়া করার দু'হাত পেতে কভু,
জন্নাতে দাও মাকে আমার ওগো দয়াল প্রভু!
বিবেক আমার উঠলো জেগে কায়দা হাতে করে,
মক্তবে যাই আরবি শিখি কোরআন বুকে ধরে।


মাগো কভু আর ভেবো না সবচে তুমি আপন,
তোমার কথায় জাগ্রত মন চিত্তে ভীষণ কাঁপন।
পড়বো আমি জানাজা মা আল্লাহ যদি বাঁচায়,
সে থেকে এ শিক্ষা আমার মন গহীনের খাঁচায়।


কিশোরকালেই মুখস্থ হয় নামাজ কালাম দোয়া,
তোমার দোয়া শিরের 'পরে যায়নি গো মা খোয়া।
আমার কাঁধেই ভর করে মা গেলে তুমি চলে,
শেষ জানাজা পড়ে তোমার ভাসি নয়ন জলে।