শিয়াল ও কুকুর
মোঃ ইব্রাহিম হোসেন


শিয়াল দেখিলে কুকুরের জ্বলে
সর্বদা দেয় তাড়া,
পিছনে পিছনে দৌড়ে দৌড়ে
হয়ে যায় দিশেহারা।


বিনা কারণেই ক্ষমতার বলে
শিয়ালের পিছু ধায়,
কুকুরের কাজ ঘেউ ঘেউ করা
তাতে কিবা আসে যায়?


ভাবে না কভু সে মারিলে ইটটি
পাটকেল রয় পাওনা,
কারোর ক্ষতির সাধনার ফলে
সুখ মিলে তার তাওনা।


মূর্খ কুকুর পায় সে মুগুর
সম্মানে নাই কভু,
যথাতথে খায় লাথি আর ঠিল
হয় নাকো হুঁশ তবু।


শিয়াল বেটাই চালাকচতুর
শীর্ষতে তার ঠাঁই,
বনের হরিণ পশু ও পাখির
বিজ্ঞ মশাই তাই।