শিফাহ্ দান
ইব্রাহিম হোসেন


অসুস্থতায় ভুগছি প্রভু
তোমার দয়া চাই,
মাওলা তোমার দয়া ছাড়া
বাঁচার উপায় নাই।


অর্থ কড়ি নাই যে আমার
রোগ দেখাবার তর,
বেঁচে থাকি এই ধরাতে
তোমার উপর ভর।


কুদরতেরই হাতে শিফাহ্
দাও গো মালিক সাঁই,
করলে নাজিল রহম তোমার
শান্তি হৃদে পাই।


তোমার রহম ছাড়া ভবে  
বাঁচা বড়ো দায়,
দশটা দিকের নাই কোনো দিক
তোমার দিকেই ধায়।


অসহায় এক বান্দা  ভবে
তুলে দুটি হাত,
করুণ সুরে চরণ লুটে
ঝরছে আঁখি'পাত।


শান্তি মনে পাই না কভু
যন্ত্রণাতে হায়!
রোগজীবাণু এই দেহকে
কুড়ে কুড়ে খায়।


সইতে পারি না গো মাওলা
কষ্ট জ্বালা আর,
কেউ দেখে না ভুলেও চেয়ে
বুকের হাহা'কার।


তুমি যে মোর ডাক্তার খোদা
তুমি মালিক রব,
অশ্রু জলে ভাসাই এ বুক
ফেলে ভবের সব।


রহমান ও রহিম তুমি
বড়ো মেহের'বান,
রহমতেরই দ্বারা তুমি
করো পরি'ত্রাণ।


আর্জি করি প্রার্থনাতে
ঝরিয়ে আঁখি'জল,
শিফাহ্ দানে আল্লাহ তুমি
দাও না বুকে বল।
===========


ডাক্তার আপু
ইব্রাহিম হোসেন


ডাক্তার আপু ডাক্তার আপু
করো রোগীর সেবা,
রোগীর সেবায় তুষ্ট প্রভু
পুণ্য সঞ্চয় নেবা।


মানব সেবার মহৎ গুণে
মহৎ তুমি হবে,
সম্মান সহিত সব হৃদয়ে
চিরদিনই রবে।


তোমার সেবায় তারা যখন
শিফাহ্ পাবে ভবে,
দুহাত তুলে প্রার্থনাতে
রবের কাছে কবে।


ডাক্তার আপু হাজার বছর
থাকে যেনো বেঁচে,
স্বার্থ ছাড়া ঔষধ লিখে
দিতেন নিজেই যেঁচে।


এমন আপু ঘরে ঘরে
দিও তুমি প্রভু,
মানব সেবায় এগিয়ে আসে
যায় না দূরে কভু।
==========