শিক্ষানীতির হাল
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২১-০১-২০২৩ শনিবার


উচ্চে আসন বজ্রে ভাষণ
ক্ষমতার খুব জোর,
মন যেটা চায় তাই করে ভাই
ওরাই দালাল চোর।


অবৈধতায় জবর দখল
মানবতা হায় খুন,
তাই শুধু নয় শিক্ষা নিয়েও
কৌশলে ফাঁদ পুন।


মাদ্রাসারও পুস্তকে আজ
হিন্দুত্বের ঠাঁই,
নগ্নতা আর শালীনতাহীন
দ্বীনের পন্থি নাই।


মুসলিম দেশে বঙ্গ মাঠেও
ন্যায্য বিচার কই ?
হে মালিক রব আমরা অবাক
দুঃখ কতই সই!


ভুল শিক্ষার অপপ্রচারেই
ছাত্র সমাজ লীন,
চৌদ্দ শত বছর আগের
জাহেলিয়াতের দিন।


শিক্ষানীতির অধঃপতন আজ
পাঠ্য বইতে বিষ!
ধ্বংস লীলায় সমাজ মিলায়
শোকের বার্তা ইশ!


দ্বীন ইসলামে ডঙ্ক তোপের  
নীল-নকশার জাল!
ও ওলামাদের মন্দ কপাল
উঠছে গায়ের ছাল।


অপশক্তির নির্যাতনেই
শিক্ষার আলো শেষ,
বিশ্বের সেরা উন্নতিশীল
সোনার বাংলা'দেশ!