সুশীলতায় ফিরো এসো
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ৩১-১২-২০২২ শনিবার।


বলছি নারী অর্ধ নগ্ন
অঙ্গ তোমার  দেখে,
লজ্জা হলো নারীর ভূষণ
বুকটা রেখো ঢেকে।


তিন প্রহরের দুনিয়াটা এই
সকাল বেলার শিশু,
দ্বিপ্রহরে যৌবন পেয়ে
অঙ্গে পরো টিসু।


অঙ্গ রসে ছিঁড়বে টিসু
গড়িয়ে দুপুর সন্ধ্যা,
শেষ বেলাতে ঝলসানো রূপ
বলবে লোকে মন্দা।


রাত্রি লগন পার না হতেই
ফেলবে মাটির নিচে,
রঙ্গ রসের দেহখানি
সবই তোমার মিছে।


তিন প্রহরের আয়ু নিয়ে
করছো কত খেলা!
আজকে আছো খুব রূপসী
কালকে রূপে তালা।


ভয় করো বোন মরণকে তাই
জীবন গড়ো সুশীল,
সুশীলতায় ফিরে এসো
বর্জনে রও কুশীল।