শীতের আমেজ
ইব্রাহিম হোসেন


শীতের আমেজ এলো নেমে
ঠান্ডা দেহে লাগে,
শীতকালীন ঐ হাজার ফুলে
সুবাস ছাড়ে বাগে।


সকাল বেলা সূর্য মামার
মিঠা রৌদ্রে বসে,
খোকা খুকি পড়ে সবাই
মিষ্টি রসে রসে।


শীতের সকাল দূর্বা ঘাসে
শিশির বিন্দু জমে,
সুরুজ মামার ছটা লেগে
ধীরে ধীরে কমে।


অনেক বেশি কুজ্ঝটিকা
সূর্য ঢেকে রাখে,
ঠোঁট ফাটিবার ভয়ে সবে
ক্রিম ঠোঁটে যে মাখে।


শীতের কালে উষ্ণ পোশাক
কেনার পড়ে ধুম,
খুব সকালে অনেক লোকের
ভাঙ্গে না'যে ঘুম।