শিয়াল মামার ভয়
মোঃ ইব্রাহিম হোসেন

সন্ধা পরে দূর গগনে
চাঁদ তারা ওই জাগে,
ছোট্ট খোকা ছোট্ট খুকির
হাসি দারুণ লাগে।

মা ও বাবা বারণ করে
না শোনে যে মানা,
দুষ্টুমিতে মত্ত থাকে
সঙ্গে ছাগল ছানা।

এমন সময় শব্দ এলো
মাঠ পেরিয়ে বনে,
হট্টগোলে ভয় ধরে যে
খোকা খুকির মনে।

একটু পরেই শিয়াল মামা
বাঁশ বাগানে ডাকে,
খোকন সোনা ছোট্ট ময়না
থরথরানি কাঁপে।

দৌড়ে গিয়ে লুকায় তারা
বাবার বক্ষ কূপে,
শিয়াল মামার ভয়ে তারা
দু'জনাতেই চুপে।