শমন জারি
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ৩০-০৪-২০২৩, রবিবার।


জানি না কখন মোর আসিবে শমন,
সব ছেড়ে পরপারে করিবো গমন।
জানিবে কখন কেউ জানিবে না ফের,
স্বজনেরা দু'নয়নে কাঁদিবে যে ঢের।


তোমাদের দু'চোখের আড়ালেই বাস,
নয় খুব দূরে তবু থাকিবে না শ্বাস।
সাড়ে তিন হাত গোরে মা-মাটির নিচে,
খাঁটি বাত নয় তার একচুল মিছে।


আসিবো না কোনদিন তোমাদের মাঝে,
আড্ডা আর হবে নাকো দিবানিশি সাঁঝে।
চলাফেরা ব্যবহার স্মৃতি হয়ে রবে,
ছবিগুলো ফ্রেমাকারে রয়ে যাবে ভবে।


কিছু দিন পর তার মুছে যাবে সব,
ইব্রাহিম এ নামের রহিবে না রব।
বিনীত নিবেদন শোনো দিয়া মন,
সেই কথা ভেবে আজ এ বুকে দহন।


ভুল যদি হয় মোর থাকে কিছু দোষ,
শূল নাহি দিও তাতে মনে ধরে রোষ।
কর জোড় করে চাই তার তরে ক্ষমা,
দেশ জনগণ আর বিবি প্রিয়তমা!