আলহামদুলিল্লাহ।
সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামীন এর জন্য।


শোকেস সাজানো
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৫-১২-২০২২ ইং বৃহস্পতিবার।


শোকেস সাজানো মোর মা-মণির হাতে,
দেখে মন ভরে যায় দিন কিবা রাতে।
আয়না চিরুনি আর ফ্রেমে বাঁধা ছবি,
ঠিক তার জনয়িতা মনে হয় কবি।


উদিত মন আকাশে আলোকিত রবি,
সারিসারি সাজানো তা বই, খাতা সবি।
আরো আছে নানা কিছু আড়ালে তা কই,
সমুখেতে রয়ে গেছে কবিতার বই।


তার পাশে ঠাঁই ঠাঁই কিছু উপহার,
লাখ টাকা নয় তবু লাখে ব্যবহার।
মহান বিধির এই দেওয়া সব দান,
খোশ মনে গেয়ে যাই তাঁর জয়গান।


আজ দেখে সাধ জাগে, তাই ছবি তোলা,
যাবে না, যাবে না কভু, কখনো তা ভোলা।
স্মৃতি করে রাখিলাম মন মেমোরিতে,
বই,খাতা, কবিতার এই লেখনীতে।


চিরদিন রয়ে যাবে বাবা মেয়ে আর,
স্নেহ, মম, ভালোবাসা, প্রীতি সমাচার।
যুগ যুগ বেঁচে থাকো দোয়া করি এই,
বড় হও,সুখে রও, ও মা-মণি সেই।