শৈশবের খেলা
মোঃ ইব্রাহিম হোসেন


শৈশবের সেই স্মৃতিগুলো
আজও মনে পড়ে,
ধুলোবালি গায়ে মেখে
কাঁপতাম মায়ের ডরে।


ছেলেমেয়ে জুটি বেঁধে
পদ্মা নদীর তীরে,
নাও ভাসিয়ে কিনার নিতাম
দাঁড় টেনে ভাই ধীরে।


চিকন সুতার লাটাই দিয়ে
উড়াইতাম যে ঘুড়ি,
উড়তো ঘুড়ি আকাশ পানে
দেখতো বুড়া-বুড়ি।


ফোকলা দাঁতে হাসতো তারা
বলতো আমায় খোকা,
গাছের ডালে বাধবে ঘুড়ি
ছিঁড়বে ওরে বোকা।


বালুর চরে দৌড়াদৌড়ি
কত রকম খেলা,
সন্ধ্যা নেমে আসতো যখন
বাড়ি ফেরার বেলা।