শ্রাবণ মেঘের দিন
মোঃ ইব্রাহিম হোসেন


শ্রাবণ মাসে আসলো জোয়ার
উথাল-পাথাল  মন,
উতলা এ মনটা তোমায়
চায় যে সারা'ক্ষণ।


ঝিরিঝিরি বৃষ্টি পড়ে
মনে শিহ'রণ,
এদিক সেদিক খুঁজে ফিরি
একলা প্রেমিক জন।


মন ময়ূরী কোথায় তুমি
এসো আমার সাথ?
তুমি বিনে কাটে নাকো
মেঘলা দিনের রাত।


ওগো নাগর আর ভেবো না
বাড়াও দু'টি হাত,
বৃষ্টি ভিজে করবো দুজন
আজকে বাজি'মাত।


শ্রাবণ মেঘের বাদল ঝরে
তুলবো প্রেমের ঝড়,
অধর সাথে মিলিয়ে অধর
ভাঙবো মনের ডর।
===========


লকডাউনে করুণ দশা
মোঃ ইব্রাহিম হোসেন


লকডাউনে বাজার চড়া
পণ্য দামী অনেক বেশি,
ব্যবসায়ীরা এই সুযোগে
খাচ্ছে চুষে মাংসপেশি।


নুন আনতে পানতা শেষ
কষ্টে আছে গরীব দুখী,
অভাব জ্বালা তাদের ঘরে
দেশের ধনী অনেক সুখী।


চাল জোটে তো না জোটে নুন
দুখীর দুখে কেউ কাঁদে না,
বাচ্চা শিশু ঘরের কোণে
কাঁদতে থাকে খাবার দে মা।


সংসারে যে বউ স্বামীতে
ঝগড়া লাগে বিবাদ বাড়ে,
ভাত খাবো না স্বামী তোমার
ক্ষুধার জ্বালা সইবো না'রে।


এমনি করে দিন যে কাটে
লকডাউনে করুণ দশা,
অর্থ-কড়ি নেই যে জমা
রক্ত চুষে খাচ্ছে মশা।
============