শ্রদ্ধাভাজন
মোঃ ইব্রাহিম হোসেন - রাজশাহী
তারিখঃ ০৯-০৯-২০২৩, শনিবার


"নীতির ইতি" কাব্যখানি
শ্রদ্ধেয়জন পড়ে,
স্যালুট জানান মন্তব্যে তাঁর
শ্রদ্ধাতে মন স্মরে।


একটুখানি দেই পরিচয়
নাটোর জেলায় বাড়ি,
মায়াবী ওই চেহারাটা
মুখভরা তাঁর দাড়ি।


নাটোল জেলার জালালাবাদ
প্রাইমারি পাঠশালা,
সহকারী শিক্ষক তিনি
দেই তাঁরে ফুল মালা।  


তিনি আমায় করলেন ঋণী
না আমি খুব দামি,
খুব সাধারণ নগণ্য এই
ছোট্ট মানুষ আমি।


নাই ক্ষমতা যোগ্যতা আর
উচ্চে আসন পাতা,
না আছে মোর ধরার কেহ
মাথার উপর ছাতা।


নই সমাজের বিচারপতি
নাইকো বড়ো দালান,
আল্লাহ্ আমার সব ভরসা
আল্লাহ্ আমায় চালান।


তিনিই আমার শক্তি সাহস
তাঁর স্মরণেই ঘুমি,
রবের পরেই শ্রদ্ধেয়দের
শ্রদ্ধাভরে চুমি।


উৎসর্গঃ নাটোর জেলার জালালাবাদ প্রাইমারি পাঠশালার শ্রদ্ধেও সহকারী শিক্ষক জয়নাল আবেদীন এর প্রতি।