শ্রমিকদের মর্যাদা
ইব্রাহিম হোসেন

ক্ষেতের ফসল কষ্ট করে শ্রমিক ফলায় ভাই,
দেশের তরে অবদানে তার তুলনা নাই।
মানব নামের দানব গুলো হিংস্র থাবায় খায়,
গরিব মরে শ্রমিক মরে মূল্য নাহি পায়।

কোট প্যান্ট আর টাই পরে সব রঙ তামাশায় ওই,
দুই টাকার ওই শ্রমিক ছাড়া মূল্য তোদের কই?
মাথারই ঘাম পায়ে ফেলে দিবানিশি রাত,
পায় না তারা মূল্য তবুও পায় না পেটে ভাত।

এই যদি হয় হালটা দেশের কলম ঘষা ছাড়,
চাষির হাতেই দেশের আশা ভাঙিস কেনো ঘাড়?
তাদের মতো লাঙ্গল নিয়ে যা মাঠে দে মই,
ভার্সিটি আর কলেজ মাঠে হাতে কেনো বই?

তোমরা ধনী মাইনে সবে লক্ষ টাকা চাও,
শ্রমিক-জেলে,তাঁতি-কামার ন্যায্য পাওনা দাও।
তাদের চাওয়া একটা শুধু মাথার ঘামের ফল,
সুখটা তারা খুঁজে নিবে থেকেও গাছের তল।

লক্ষ টাকা মাইনে নিয়ে গড়ো দালান ঘর,
শ্রমিক পেটে লাথি মেরে করো তাদের পর।
চায় না তারা গাড়ি বাড়ি চায় না তারা ধন,
মর্যাদাটা একটু দিলেই খুশি তাদের মন।

যাদের ঘাড়ে পা'রেখে আজ উঁচু তোমার শির,
বিশ্ব তটে যোদ্ধা তারা, তারাই আসল বীর।
মর্যাদাটা অক্ষুণ্ণতে রাখতে সবে আজ,
কৃষক-জেলে,তাঁতি,-শ্রমিক করো মাথার তাজ।