সত্যে ব্রত  (শেক্সপীরীয় সনেট)
মোঃ ইব্রাহিম হোসেন


সন্নিকটে প্রভু তব, অন্তরের কূলে;
জগতের মায়াজাল, আর কিছু ভুল;
কাম, ক্রোধ, লোভ, মোহে, পরকালে শূলে;
পার্থিব সম্পদ বশে, হারাবে দু'কূল।


কুটিলতা দূর করো, করো সৎ পণ ;
নেক আমলের খাতা, আঁধারের বাতি;
সততার পথে চলো, পাবে সেরা ধন;
শান্তির আহ্বানে মুক্তি, কবরের সাথী।


তবে আর দেরি নয়, চলো এক সাথে ;
লক্ষ্যে যার সৃষ্টি ভব; মাতো নবী নাতে।


রব নির্দেশ পালনে, ব্রত রাখো প্রাণ;
ক্ষণিকের এ দুনিয়া, নহে চিরদিন;
দোজখে আজাব থেকে, মিলিবে যে ত্রাণ;
অনন্ত সুখের ছোঁয়া, রবে সীমাহীন।