স্মৃতিময় দিন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২১-০৬-২০২৩, বুধবার।


কত স্মৃতি মনে পড়ে অতীতের সেই,
সব ফেলে কোথা আজ আছি আমি এই ?
কত প্রেম ভালোবাসা মায়ার আদর!
জড়িয়ে মা রাখিতেন স্নেহের চাদর।


কোথা গেলে পথ পার পাশে হাত ধরে,
যেন কভু নাহি পড়ি আঘাতের তোড়ে।
চোখের আড়াল হলে আনচানে মন,
কোথা গেলি আয় ফিরে ও মানিক ধন!


সেই মা তো নেই আজ নেই কোলাহল,
স্মৃতিগুলো দোলা দেয় কাঁদি অবিরল।
মাগো তুমি কই আজ ডাকো না খোকায়?
খুঁজে খুঁজে নাহি পাই পড়েছি ধোঁকায়।


আরো আছে স্মৃতিময় কত যে সে দিন,
লেখাপড়া খেলাধুলা স্বপন রঙিন।
মনের ময়ূরী প্রিয়া রাঙা বধূ মোর,
সুমধুর ডাকে তার হত রাত ভোর।


মোর ক্রোড়ে বসে মুখে তুলে দিতো ভাত,
কাটিত গহন নিশি চন্দ্রিমার রাত।
কত সুখ হাসি আর গানে গানে দিন,
কেটেছে প্রহর গুলো বেজে সুখ বীণ।


সুখের সে দিন গুলো নেই আজ আর,
ফিরে পেতে এই মন করে হাহাকার।
পাবো না পাবো না কভু ফিরে আর তাহা,
অতীতের স্মৃতিগুলো দেয় ব্যথা আহা!