স্নিগ্ধা কামিনী কান্তা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০২-০৩-২০২৪ ইং


সকলের নয় তুই, আমারই তো স্নিগ্ধা কামিনী কান্তা,
হৃদয়ের করিডোরে যতনে রেখেছি শান্তা।
আমার জীবনে সকল আশা আকাঙ্ক্ষার পূর্ণতা,
মুক্ত আকাশে এক চিলতা ভালোবাসার দুর্লভ বিশালতা!


অগ্নির লেলিহান, প্রজ্জ্বলিত তীব্র  অক্ষির দৃষ্টি,
সজীবতা ফিরিয়ে আনা জলশূন্যে নবদ্বীপ সৃষ্টি।
রন্ধ্রে রন্ধ্রে মোর তেজস্বী রক্তের ফিনকি,
সুকেশিনী, সুনয়না, প্রনয়নী, রাত আর দিন কী ?


আলোকিত এ ভুবন, উদ্ভাস  জ্যোৎস্নার রজনী,
তুই তারা, তুই চাঁদ, দেহ আস্তর স্বজনী।
সুন্দর ভবলোকে এ কী দারুণ প্রেমের নির্জাস!
তৃষ্ণার খোরাকে পিয়াস মেটানো স্নিগ্ধার উচ্ছ্বাস।