সবাই আপন
মোঃ ইব্রাহিম হোসেন


মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই
রুধির ধরণ এক জেনে রেখো ভাই,
ভালোবেসে কাছে ডাকা
পাশাপাশি সবে থাকা
প্রকৃত মানুষ বলে হাদিসে তা পাই
দীন-ধনী মিলেমিশে হয় হৃদে ঠাঁই।


তুমি আমি সে ও তারা সবাই মাটির
বায়ু বয় লাগে গায় উজান ভাটির,
প্রকৃতির এই খেলা
ধীরে ধীরে যায় বেলা
দুই চোখে ঘুম ঘুম খেজুর পাটির
সবাকার তর হবে সমাধি ঘাঁটির।


ঈর্ষা পুষে ভুল ধরা এ বড়ই দোষ
দূর করা চাই তাই ও মনের রোষ,
ভুল হলে করো ক্ষমা
না রাখিও রাগ জমা  
বদনে ফুটালে হাসি রব হন খোশ
হরষে সবার মন মেনে যায় পোষ।


জনে জনে গড়ে তুলো প্রেমের বাঁধন
জীবনে চলার পথে তারা-ই আপন,
দিবানিশি থাকে পাশে
বিপদে আপদে আসে
মরিলে পরাবে তব এরাই কাফন
জানাজা পড়িয়া শব করিবে দাফন।