স্বল্প আয়ের হাল
মোঃ ইব্রাহিম হোসেন


জিনিসপত্রের দাম বেড়েছ
বেতন বাড়ে নাই,
স্বল্প মূল্যের চাকরিজীবীর
মূল্য কোথায় ভাই ?


অল্প বেতন চাকরি করে
কষ্টতে যায় দিন,
মুখটা মলিন ফ্যাকাশ বরন
গরিব দুখী হীন।


চাউল কিনতে পকেট ফাঁকা
তরকারি খুব কম,
লবণ কিনতে তৈল জোটে না
বেরোই যেনো দম।


চিন্তাতে তাই দেহটা ক্ষয়
দুই চোখে নাই ঘুম,
নয়ন যুগল টলোমলো
অশ্রুতে দেয় চুম।


মধ্যবিত্ত দীন অসহায়
অন্নহীনে খুব,
চোখের জলে বন্যা বহে
দুখ সাগরে ডুব।