সমাজের মূর্খ সরল
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ২৪-১২-২০২১' ইং

অশিক্ষিত সরল যারা মূর্খ কেনো বলো?
তাদের ঘাড়েই ভর করে যে তোমরা সবে চলো।
ক্ষেত খামারে কাজ করে ও ধনীর দালান গড়ে,
তাদের পেতে ভাত জোটে না ঘর ভাঙে ওই ঝড়ে।

টিনের চালার বসত বাড়ি ঝড় বৃষ্টিতে ভিজে,
হাড় ভাঙ্গা ওই পরিশ্রমেও পায় না খাবার নিজে।
ধরার তলে করুণ জীবন নাই দুখেরই সীমা,
অট্টালিকায় বসত করো খাও হোটেলের কিমা।

তোমার কোনো নেইকো অভাব আছে গাড়ি বাড়ি,
নিজ সন্তানকে করতে মানুষ দাও বিদেশে পাড়ি।
জরাজীর্ণ দেহ তাদের পোশাক পরে ছেঁড়া,
অর্থাভাবে দিন কাটে হায় দুঃখে জীবন ঘেরা।

দুই বেলাতে দুই মুঠো ভাত পাওয়ার আশায় তারা,
সাধের দেহের রক্ত পানি হয় ভিটা ঘর ছাড়া।
সন্তানাদির লেখাপড়ার হয় না খরচ জোগান,
অল্প বেতন পর গোলামী কষ্ট জ্বালার স্লোগান।

মূর্খ বলে কেউ দিওনা তাদের মনে কষ্ট,
অভাব জ্বালায় জীবন যৌবন সবই তো হয় নষ্ট।
আঁধার ছাড়া আলোর ভবে মূল্য হয় না কভু,
আলো আঁধার দুটোই করেন সৃষ্টি জগৎ প্রভু।

জেনে রেখে শিক্ষিত জন মূর্খরাও যে মানুষ,
দুঃখে গড়া জীবন ওদের ধনী উড়ায় ফানুস।
তাদের কষ্ট কেউ বুঝে না এই পৃথিবীর পরে,
মরুভূমির পুষ্পকলির মতোই ঝরে পড়ে।