সম্পাদকের জ্বালা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৮-০১-২০২৩ ইং


বই করেছি সম্পাদনা তাই হয়েছি ঋণী,
মুখোশধারী মানুষগুলো কেমন করে চিনি?
লেখক কবি প্রকাশনাও ছলচাতুরী করে,
বিশ্বাসী মন প্রতারণায় ঝড়ের বেগে লড়ে।


হাজার মেসেজ কল দিলেও তার নাইকো জবাব কোনো,
সেই দুখেরই কাহিনী আজ বন্ধু সবে শোনো।
ভালোবেসে সম্মানে ঠাঁই দিয়েছিলাম বুকে,
পাষাণ হয়ে সেই প্রিয়জন জোরসে যে তির ঠুকে।


কথা দিয়ে রাখে না তা বাহানাটা নানান,
আজ দেবো না কালকে দেবো দিন প্রতিদিন জানান।
এইভাবে যায় ক্ষণ দিন মাস কভু যে পার বছর,
হয় বিবাদের সৃষ্টি তখন বিকট কচর-কচর।


বলতে গেলে শত্রুতা হয়, হই যে চোখের কুটা,
দোষ বিনাদোষ অপবাদে যায় দিয়ে হায় খুঁটা!
বিশ্বাসের হয় এই প্রতিদান জানা ছিলো নাকো,
মনকে বলি দুঃখগুলো পাথর দিয়ে ঢাকো।


একটুখানি নাই যে বিবেক সম্মানিত কবি,
তারাই নাকি প্রভাতকালের রাঙা ঊষার রবি?
নাই কিছু মোর বলার ভাষা দীর্ঘশ্বাসের জ্বালা,
আমার মতই আসবে তাদের এমন দিনের পালা।