সোনামণি
ইব্রাহিম হোসেন

সোনামণি যাদুমণি
আর করো না রাগ,
হুতুম প্যাঁচা ডাকে দেখো
নাচে ছাগল ছাগ।

মেলা থেকে এনে দিবো
খেলনা খেলার তর,
বিকেল বেলা ঘুরতে যাবো
পদ্মা নদীর চর।

ডিঙি নায়ে তোমায় নিয়ে
ভাসবো সাগর জল,
থাকবে সাথে খেলনা সাথী
খুশির বন্যা ঢল।

চাঁদনি রাতে দূর আকাশে
দেখবো তারার খেল্
ভূত ও পেত্নীর মাথার পরে
ভাঙবো গাছের বেল্।

দেখাও এবার একটু তোমার
হাসিমাখা মুখ,
বইটা নিয়ে পড়তে বসো
আসবে তবে সুখ।
=============

রমজানের সওয়াব
ইব্রাহিম হোসেন

বিশ্ববাসী মুসলিম জাহান
শোনো মনো দিয়ে,
রমজান এলো মোদের মাঝে
খুশির বার্তা নিয়ে।

পড়বে নামাজ করবে পালন
রমজানেরই রোজা,
প্রভুর দিদার পাওয়া জেনো
নয় কখনো সোজা।

হাদিস কোরআন মেনে  প্রভুর
হুকুম করো তামিল,
তবেই তুমি হতে পারো
জীবনে ভাই কামিল।

হালাল খাদ্য হারাম তোমার
হবে রোজা বিনে,
সুস্থ সবল থেকে যদি
খাও গো সেটা দিনে।

রমজানেরই সওয়াব দিবেন
মহান প্রভু নিজে,
কেউ জানি না রোজার মাসের
সওয়াব আছে কী যে!
================