সংসদে গান
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ০৪-০৭-২০২২,


সংসদে আজ গানের আসর কোরআন গেলো কই ?
সময় হলেই পড়বে গজব হৃদ জমিনে মই।
আল্লাহ রাসূল দ্বীনকে ভুলে
নাচে গানে হেলেদুলে,
ওলি আল্লাহর বাংলাদেশে নর্তকীর হৈ-চৈ,
সময় হলেই পড়বে গজব হৃদ জমিনে মই।


আজকে তোমার শক্তি আছে সাহস বুকে খুব,
মন যেটা চায় সেটাই করো আনন্দে দাও ডুব।
দুই দিনের এই দুনিয়াটা যে
নিত্য চলো মন্দ কাজে ,
মন বেদনার ঢেউ বুকে বয় দুঃখ চেপে রই,
সময় হলেই পড়বে গজব হৃদ জমিনে মই।


বুক ফাটে হায় মুখ ফুটে না জনগণের ভাই,
উচিৎ কথার নাই কোনো মাফ জেলখানাতে ঠাঁই।
নীরবতায় সহ্য করে
নির্যাতনে কাঁপে ডরে,
চোখের জলে রবকে বলে কেমনে তা সই?
সময় হলেই পড়বে গজব হৃদ জমিনে মই।


পাপের রাস্তা বন্ধ করো শয়তান হাসি পায় ,
শহিদ গাজীর বাংলাদেশে শান্তি লোকে চায়।
রঙ্গমঞ্চ দাও না ছেড়ে
ধ্বংস হবে উঠলে বেড়ে,
থাকতে সময় তওবা করো ফুটবে মুখে খৈ,
নইলে পরে পড়বে গজব হৃদ জমিনে মই।