সংখ্যায় সংখ্যায় প্রেমের বন্দনা
মো: ইব্রাহিম হোসেন
রচনা: ১৮-১১-২০২৩ ইং


এক দুই তিন চার পাঁচ ছয়
দু'জনার এই প্রেম হোক বিনিময়,
সাত আট নয় ও দশ এগারো
বারো তেরো চৌদ্দ দু'হাত ধরো।


পনেরো ষোলো সতেরো আর আঠারো
মরণ এলেও রণে যুদ্ধে লড়ো,
ঊনিশ কুড়ি আর একুশ ও বাইশ
আহা কী দারুণ দেখতে নাইস!


তেইশ ও চব্বিশ পঁচিশ আর ছাব্বিশ
মিষ্টি করে হেসে দাও ঢেলে প্রেম ইস!
সাতাশ  আঠাশ ঊনত্রিশ ত্রিশ
থাকলে দূরে যেন বিষাদের বিষ!


একত্রিশ বত্রিশ তেত্রিশ আর
চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ বার,
সাতত্রিশ আটত্রিশ ঊনচল্লিশ
দিওনা দিওনা আর অধরের  শিস।


চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ
রাত হলো গভীর কথা বলো ফিসফিস,
চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ
হয়নিকো বিয়ে শাদি আর কোনো মিলমিশ।


আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন
তুমি আমি দু'জনায় এখনো তো ভিন্ন,
বায়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন
তব পাশ ঠাঁই পেয়ে তবুও যে ধন্য।


ছাপ্পান্ন সাতান্ন আটান্ন ঊনষাট ষাট
নিঝুম রাতে নিরালায় কবিতার পাঠ,
একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি
নাই আসে যদি ঘুম দাও চোখে পট্টি।


ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর
তুমি আমি দু'টি দেহ আর এক অন্তর,
একাত্তর বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর
মাঝে মাঝে ওগো প্রিয়া দিও চিঠিপত্তর।


পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর
থেকো না নীরবে কভু দিও উত্তর,
ঊনআশি আশি একাশি বিরাশি তিরাশি
তোমাকে ভালেবেসে পরতে পারি গলে ফাঁসি।


চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আটাশি
থাকতে পারি না তুমি বিনে তাই ছুটে ছুটে আসি,
ঊননব্বই নব্বই একানব্বই বিরানব্বই
দু'জনার প্রেমে সাড়া চারদিকে হৈচৈ।


তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই
পিরিতের জখমে কই রই? তাতাথৈথৈ ,
সাতানব্বই আটানব্বই নিরানব্বই শ'ও
কবুল কবুল বলে বৌ কথা কও।