সরাইখানা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৯-১০-২০২৩ ইং


আমির, ফকির, টোকাই, মিসকিন
এক ছাদেরই তলে বাস,
আকাশ-পাতাল বিভেদ কেনো
দীন-দুখীদের হাহুতাশ ?


পাশাপাশি হয় অবস্থান
নাই সুবিধা কিছুই তার,
অপবাদের ডালি বহন
হায়রে এ কী চমৎকার!


বিশ্ব মানব তৈরি মাটির
রুধির ক্ষরণ উঠলে ছাল,
অঙ্গ যদি বিক্ষত হয়
দেখবে সবার রক্ত লাল।


এক বিধাতা স্রষ্টা সবার
হিন্দু, মুসলিম, খ্রিস্টান ভাই,
মরলে মুসলিম মাটির তলে
বে-দ্বীন হলেই চিতায় ছাই!


অন্তরালে অহং কীসের
কীসের টাকার দেমাক ভাই?
সরাইখানার দুনিয়াটা
মুসাফিরের ক্ষণিক ঠাঁই।