সত্যের ধারিণী
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৪-০৯-২০২৩ ইং


কবির লেখনী সত্যের ধারিণী সত্যের দিকেই ধাবিত হয়,
তিমির রাত্রির ঝড়-ঝঞ্ঝার নাহি কোনো তার ভয়।
সত্যতে বলীয়ান মিথ্যা চুরে করে খানখান,
পাপাত্মার বলিদানে হয় চির অবিনশ্বর, চির অম্লান।


পাতাল ভেদিয়া পর্বত ছেদিয়া মহাশূন্যে দেয় পাড়ি,
বেদনার পাহাড় বক্ষে ধারণ অক্ষিদ্বয়ের মুছিয়া বারি।
তীক্ষ্ণ তলোয়ার লেখনীর আঁচড় দৃঢ়সংকল্পের ইচ্ছা,
সত্যের দাপটে অসত্যের দাপট বিলীনের কিচ্ছা।


অকুতোভয়, দুর্বার, দুর্জয়, লেলিহান অগ্নিশিখায়,
বিভীষিকার ক্ষণে কলমের গর্জনে তর্জনে নির্বাপিত বরিখায়।
শান্তির শৃঙ্খল, ভাঙিয়া চুর অনিয়ম এ তো অগ্নিবীণা!
কবির কলম যায় না কখনো ধনরত্ন, অর্থ দিয়ে কিনা।


ভীতু কাপুরষ, ভীতসন্ত্রস্ত বিবেকের বলিদানে হয় চাটুকার,
কিছু স্বার্থ, কিছু লোভ মোহে গোলামি জালিমের অনুকার।
নাই হিতাহিত জ্ঞান,নিবোধের ধ্যান মানবতার দুশমন,
এদের বিলুপ্ত করণ সৎ সততার কলমেই প্রশমন।


জাগ্রত কলমের জাগ্রত আঁচড়ে জাগ্রত জনগণ,
উচ্ছ্বাস, উদ্ভব এ তো মহা বিপ্লব বিবেকের জাগরণ।
ওহে তরুণ আর তরুণী! ন্যায়নীতি ধারিণী অবিরাম চালাও কলম,
অশ্বশক্তিতে প্রবল স্ফীতে উচ্ছল ধরণী  আলম।