সত্যের ফোঁটা ফুল
ইব্রাহিম হোসেন


সব উপরে আমার নবী শ্রেষ্ঠ ধরার মাঝে,
পৃথিবীটা সৃষ্টি প্রভুর নিয়ামতের সাজে।
নবীর প্রেমে পাগল ভুবন বিশ্ব আশেক সবে,
দ্বীন পালনে তাঁর স্মরণে আদেশ দিলেন রবে।


কেউ হবে না কারো তরে কিয়ামতের মাঠে,
বিশ্ববাসী তাঁর নামে সব ব্যস্ত দুরুদ পাঠে।
কষ্ট করে দ্বীন প্রচারে রক্ত করেন ক্ষয় যে,
দ্বীনের নবীর প্রচেষ্টাতে ইসলামের'ই জয় সে।


আরব ছিলো অন্ধকারে নিমজ্জিত ভাই রে,
অবশেষে নবীর কারণ শান্তি খুঁজে পায় রে।
মাখলুকাতের সকল জাতির স্বস্তি পেলো মনে,
বিশ্ব নবীর অবতরণ শান্তি-সুখের ক্ষণে।


প্রিয়'নবী স্বর্ণ'খনি সবার প্রাণের প্রাণে,
হাশরের ওই কঠিন দিনে মুক্তি দিবেন ত্রাণে।
নবী বিনে ত্রিভুবনে নাই তো কেহ আ'র,
হাশর-নাশর পুলসিরাতে তিঁনিই করবেন পা'র।


নবীর প্রেমে খুলেন প্রভু রহমতেরই দুয়ার,
আল্লাহ্ চিনো নবী চিনো বইবে সুখের জোয়ার।
চিনতে নবী কেউ কখনো যেয়ো নাকো ভুলে,
উম্মতেরেই কূল-কিনারা সত্যের ফোঁটা ফুলে।