সত্যের ফুল
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০১-০৮-২০২৩ ইং


ছন্দ কবির দীপ্ত রবির
জগৎ করে আলো,
সেই অবতার মানবতার
জীবন প্রদীপ জ্বালো।


একটু আশার ভালোবাসার
গড়তে জীবন ভবে,
স্বার্থ ত্যাগে সবার আগে
ছুটতে হবে তবে।


হিংসা মনের জগৎ জনের
থাকলে পোষা হৃদে,
ঝড়ের পবন ধ্বংস ভুবন
পাপ-কালিমার জিদে।


গরিব ধনী প্রদীপ মণি 
মহান রবের সৃষ্টি,
হীন চোখে তাই কাউকে না ভাই
দাও শুভতে দৃষ্টি।


রঙের মানুষ উড়াও ফানুস
ক'দিন রবে রঙে?
বেলা শেষে ফকির বেশে
রইবে না কেউ সঙ্গে।


পবিত্র কূল সত্যেরই ফুল
ফোটাও হাসি মুখে ,
ধর্ম শুনে কর্ম গুণে
জনম জনম সুখে।