সত্য মিথ্যার লড়াই
ইব্রাহিম হোসেন

সত্য মিথ্যা লড়াই করে
সত্য থাকে একা,
মিথ্যাবাদীর পাল্লা ভারি
অর্থলোভীর দেখা।

স্বার্থলোভী মিথ্যাকে ভাই
আগলে ধরে বুকে,
সত্যবাদী ফাঁদে পড়ে
মরে ধুঁকে ধুঁকে।

সত্যতে হয় বন্ধু বেজার
অসত্যেরই মাঠে,
স্বার্থপর ওই মানুষগুলোর
বিজয় পথে ঘাটে।

মিথ্যাবাদীর মিথ্যাটাকে
ঢাকে চাপা দিয়ে,
সত্যটাকে হত্যা করে
দেয় যে ব্যথা হিয়ে।

মিথ্যা জেনো ধ্বংস হবে
সত্য পাবে প্রকাশ,
সত্যবাদীর বিজয় নিশান
রবে প্রভুর সকাশ।
==========


তুমি আছো তাই
ইব্রাহিম হোসেন
মুক্ত লঘু কৃত্তিকা ছন্দ (৩+৩+২+২)

তুমি আছো তাই কভু হারি নাই
মনে পাই সদা সুখ,
এক দুই তিন সাথী তুমি হীন
কালো হয় মোর মুখ।

পাশা'পাশি এই তুমি আছো সেই
ফুল ফোঁটে মন বাগে৷
সুখ করে বাস মনে বড়ো আশ
ছুটে আসি অনু'রাগে।

চাঁদ তারা ওই মুখে ফোঁটে খই
হাসো যদি এক বার,
প্রতি দিন ক্ষণ তুমি প্রিয় জন
দুটি মন একা'কার।

নাহি চাই কিছু থেকো মোর পিছু
হাতে রেখো ওই হাত,
দুটি চোখে রেখো ভালো'বেসে দেখো
প্রেম দিয়ো দিবা রাত।

তুমি আমি দুয়ে এসো শির নুয়ে
প্রাণ খুলে ডাকি রব,
দ্বীন পথে ভেসে প্রভু প্রেমা'বেশে
ত্যাগ করে দিই সব।
===========

বিশেষ দ্রষ্টব্য :-
লঘু কৃত্তিকা:
লঘু কৃত্তিকা দুই রকম
.............১) মুক্ত লঘু কৃত্তিকা
.............২) যুক্ত লঘু  কৃত্তিকা

আজ মুক্ত লঘু কৃত্তিকা:
কিছু নিয়ম:
👉 প্রতিটি শব্দ দুই বর্ণ বিশিষ্ট হবে।
👉 শব্দের প্রথম বর্ণ যুক্ত হতে পারে আবার মুক্ত হতে পারে।
👉 দ্বিতীয় বর্ণ অবশ্যই মুক্ত হতে হবে।
👉 মুক্ত লঘু কৃত্তিকায় শব্দ বিন্যাস হবে:
৩+৩

৩+৩

👉 মিল বিন্যাস হবে, প্রদত্ত ছন্দের অনুরূপ।
প্রতি স্তবকের
       🧶১ম লাইনের ৩য় ও ৬ষ্ঠ শব্দে
       🧶 ২য় ও ৪র্থ লাইনান্তের শব্দে