সৃষ্টির প্রথম লগন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ২৬-১০-২০২৩ ইং


সৃষ্টি প্রেমে কৃষ্টি হেমে আল্লাহ পাকের সাধ,
শূন্য ভূমে রইবে ঘুমে কেউ যাবে না বাদ।
রব ইশারা মাটির দ্বারা বাবা আদম হয়,
অলৌকিকে নয় তা ফিকে প্রাণ ভেতরে রয়।


সর্বপ্রথম প্রেমে জখম হযরত আদম বাপ,
প্রাণ দেহে পায় রব ইশারায় একলা মনস্তাপ।
রবের খেলা নয় তো হেলা প্রহর কেটে যায়,
বাবা আদম ফেলে কদম একলা পথে ধায়।


তাঁর পাঁজরের একটি হাড়ের অংশ হাওয়াই মা,
ধরতে গেলেন প্রভু বলেন এখন হবে না।
বৈধতা পাক দিল হবে সাফ আওয়াজে কন রব,
তারপরে যাও একাকার হও খোশ দিলে রও সব।


অনেক সাধন বিয়ের বাঁধন মিলন দু'টি মন,
আদম হাওয়ার চাওয়া পাওয়ার স্বর্গ সুখের ক্ষণ।
জন্মে কাবিল আর এক হাবিল দুইবারে দুই ভাই,
দুষ্টু কাবিল হয় তা আবিল স্থিরে নাই ঠাঁই।


করুণ কারণ হায় বিভাজন দ্বীন বে-দ্বীনের হাল!
দুই দলে হয় বিভক্ত রয় ইবলিশের এই চাল।
সেই থেকে হয় এই জগতময় বিশ্বমানব তাই,
আল কোরআনের, আল হাদিসের বর্ণনাতে পাই।