স্রষ্টার ক্রীড়ায় বিভোর
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ০৫-০৪-২০২৩ ইং


ফকিরে বানাও তুমি বাদশা মালিক,
হে দয়াল দয়াময় তুমি তো খালিক!
সকালের বাদশা যে বিকেলে ফকির,
তরুলতা বৃক্ষ করে তোমার জিকির।


ধন-রত্ন মান-শান  তোমার-ই হাতে,
ধনী ও গরিব হয় এক ইশারাতে।
তোমার হাতেই সব মওত ও হায়াত,
দ্বীনেতে কবুল করো গ্রহণে বায়াত।


তব যত লীলাখেলা বুঝা বড় দায়,
দশতলে বাস কারো গাছতলে হায়!
আমরা মানুষ সবে কেনো বুঝি নাই?
বুঝ দাও ওহে রব দ্বীনে দাও ঠাঁই।


বিবেকের মোহ লোভ করো সব দূর,
বিভেদের বেড়াজাল হয়ে যাক চূর।
আত্মায় আত্মায় হোক মিলনের সাধ,
শুদ্ধ হৃদে কভু যেনো নাহি থাকে খাদ।


রহম নাজিল করো হে মাকিক প্রভু !
বিপদে আসান দিও কষ্টতে না কভু।
তুমি রব তুমি সব আহারের দাতা,
এ ভুবনে সবাকার আমলের খাতা।


অভিভূত হয়ে চুপ অন্বেষণে জ্ঞান,
সফলতা পাই খুঁজে করে তব ধ্যান।
এতটুকু বুদ্ধি যার থাকে চিরদিন,
ইহ-পরকালে সুখ দুনিয়া রঙিন।