সুখের মরণ
ইব্রাহিম হোসেন


কেউ জানে না আসবে কখন
হঠাৎ কার যে মরণ ,
গাফেল হয়ে করছো কেন
নষ্ট তোমার জীবন ?


দ্বীন দরদি হয়ে করো
আল্লাহ রাসুল স্মরণ,
তবেই পাবে সুখী জীবন,
হবে সুখের মরণ ।


দ্বীনের তরে পাঠাইলেন
ওই বিধাতা মাবুদ,
সুখী জীবন গড়তে কেন
খাওরে তুমি সুদ ?


সুদ খাওয়া, ঘুষ খাওয়া
হারাম তুমি জানো  ;
জেনেও কেন ক্ষণিক সুখে
নাহি তাহা মানো ?


শক্তি বলে ক্ষমতা বলে
করলে কারো ক্ষতি,
নিজের ক্ষতি আনবে ডেকে
পরকালের প্রতি ।


দুই দিনের এই দুনিয়াতে
অর্থলোভে আপন সবাই,
মা-বাবাও ক্ষণিক কেঁদে
করবে তোমায় চিরবিদায়।


থাকবেনা কেউ আপন তোমার
আঁধার কবরে,
স্বজন বন্ধু প্রিয়তমাও
ভুলবে চিরতরে ।


নামাজ পড়ো, রোজা রাখো
চল সৎ পথে ;
সুখের মরণ আসবে তোমার
থাকবে চির সুখে।