গ্রীষ্মকালীন ফল
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৩-০৬-২০২৩' ইং


বাংলাদেশে গ্রীষ্মকালে
ফল-ফলাদির মেলা,
আম আনারস, জাম কাঁঠালের
গন্ধে কাটে বেলা।


পেঁপে কলা সুস্বাদু ফল
রসে ভরা লিচু,
তাই খুকিরা ছুটতে থাকে
সেই খাবারের পিছু।


শসা পেয়ারা তেঁতুলের টক
খাইতে দারুণ লাগে!
মৌ মৌ গন্ধে ভ্রমর ছন্দে
ছুটে যে ফল বাগে।


হরেক রকম ফলের বাহার
ষড়ঋতুর দেশে,
গ্রীষ্মকালীন ফলের রানি
ক্লান্তি নোদন শেষে।


জামাই বাবুর বাড়ি ভরে
শ্বশুর বাড়ির ফলে,
তপ্ত খরায় তৃষ্ণা মেটায়
ডাব-তরমুজের জলে।