সুন্দরী এক বালা
মোঃ ইব্রাহিম হোসেন


হায় হায় চীনে এই মন হারালাম,
কী জানি কখন তার পাশে দাঁড়ালাম!
লাল পরী নীল পরী পড়ে না পলক,
আমি তো অবাক এ কী রূপের ঝলক!


বিধাতার কাছে তাই পুছি বারেবার,
কেমন সৃজিত রূপ মানব গড়ার?
মনে হয় দেখি নাই কখনও কভু,
লালিত পালিত ভবে তোমার'ই প্রভু!


চাঁদ যেন হার মানে রূপেতে তাহার,
দেখে তারে প্রাণিকুল করে না আহার।
আলোকিত এ ভুবন ও রূপ ছটায়,
মৃগনাভি সুগন্ধ কেশের জটায়।


মাথাতে মুকুট তার রাজরানি সাজ,
লজ্জায় মরে মন তবু নাহি লাজ।
একবার দেখে তারে ভরে নাকো মন,
অনুভবে অগোচরে পাশে সারা'ক্ষণ।


মরেছে মরেছে মন হারিয়েছে আজ,
লাগে না করিতে ভালো আর কোনো কাজ।
জানে না জানে না সেই চীনের'ই বালা,
মনের ভুবন যার কারণ উজালা।