সূর্য মামার কান্না হাসি
মোঃ ইব্রাহিম হোসেন

ঊষার কালে সূর্য মামা
মিষ্টি করে হাসে,
শিশির যেনো মুক্তা ছড়ায়
পথের দূর্বা ঘাসে।

সোনালী রোদ আবির মাখা
গন্ধ ফুলের বাগে,
খোকা খুকি ভোর বেলাতে
ছুটে সবার আগে।

গাছে গাছে পাখির মেলা
কিচিরমিচির ডাকে,
নাও বেয়ে যায় জেলেরা সব
পদ্মা নদীর বাঁকে।

রাখাল ছেলে বাজায় বাঁশি
পথ বেয়ে যায় মাঠে,
মা ঝিয়েরা কলসি কাঁখে
জল নিমিত্তে ঘাটে।

নিত্যদিনই এমনি করে
ব্যস্ত সবাই কাজে,
সূর্য মামা কেঁদে ওঠে
দিন গড়িয়ে সাঁঝে।